মে ৭, ২০২২, ০৫:১৯ পিএম
শুধু কাগুজে সনদ অর্জন করলে চাকরি পাওয়া যাবে না; চাকরি গাছে ধরে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মধ্যপ্রাচ্যে চাকরি পেতে হলে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি ভাষা ও কম্পিউটারে দক্ষতা অর্জন করার পরামর্শ দেন। আররি ভাষায় দক্ষতা অর্জন করা গেলে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজারে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার বেলা ১১ টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক শোকরানা মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা-দীনি শিক্ষা বিস্তারে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, “বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা বিস্তার ও আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। সরকার প্রতি অর্থ বছরে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রায় ৩ হাজার ৮শত ৪০ কোটি টাকা ব্যয় করছে।”
দীনের অপব্যাখ্যাকারীদের প্রতি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “যারা দীনের অপব্যাখ্যা করে তাদের প্রতিহত করার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের সত্যিকারের দীনি জ্ঞান অর্জন করতে হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাফর আলম এমপি (কক্সবাজার-১), লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।