জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২১, ১২:০৪ পিএম

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নীলফামারী সদর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৪ ডিসেম্বর) ভোর থেকেই সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়।

স্থানীয় সূত্র জানায়, নীলফামারী সদর উপেজলার মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শনিবার ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে র‌্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত রয়েছে। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা এখনো বাড়ির মালিকের নাম জানতে পারিনি। আমাদের চৌকস টিম ঘটনাস্থলে অবস্থান করছেন।”

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, “আমরা এখনও বাড়ি মালিকের নাম জানতে পারিনি। আমাদের চৌকস টিম এখানে অবস্থান করছেন। রংপুর থেকে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল নীলফামারী সদরের ঘটনাস্থলে রয়েছে।” এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Link copied!