সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:৪২ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ৭৫তম জন্মদিনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, চীনা কমিউনিস্ট পার্টি তাদের শক্তি-সামর্থ্য ও সহযোগিতা নিয়ে সম্পর্ক উন্নয়নে সব সময় বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকতে প্রস্তুত। রবিবার (২৬ সেপ্টেম্বর) সিপিসির এক বার্তায় তাকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত বার্তায় বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের আনন্দ উপলক্ষে আমি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে এবং আমার নিজের নামে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
ওই বার্তায়, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনার ভিডিওবার্তার ভূয়সী প্রশংসা করা হয়। পাশপাশি সিপিসির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা ও আওয়ামী লীগের প্রতিনিধি পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।
চীন এবং বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে ওই বার্তায় আরও বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টি তার শক্তি-সামর্থ্য ও সহযোগিতা নিয়ে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকতে প্রস্তুত।
শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং প্রতিটি সাফল্য কামনা করে চীনা কমিউনিস্ট পার্টির ওই বার্তায় আরও বলা হয়, বর্তমানে চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন নতুন সুযোগের মুখোমুখি। চীনের কমিউনিস্ট পার্টি একটি নতুন ধরনের পার্টি-টু-পার্টি সম্পর্ক গড়ে তোলার জন্য আওয়ামী লীগের সঙ্গে বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত।