ডিএনসিসি’র ডিজিটাল হাটে গরু কিনলেন ২ মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২১, ০৫:১৫ পিএম

ডিএনসিসি’র ডিজিটাল হাটে গরু কিনলেন ২ মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণের কারণে গতবারের মতো এবারও অনলাইন ও ডিজিটাল মাধ্যমে কোরবানির পশু কেনা-বেচা হবে। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)  উদ্যোগে রবিবার (০৪ জুলাই) দ্বিতীয়বারের মতো চালু হয়েছে ডিজিটাল কোরবানির হাট।  আর ডিজিটাল কোরবানির হাট থেকে প্রথম ক্রেতা হিসেবে গরু কিনলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এই মন্ত্রীর দেখাদেখি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও লাখ টাকায় গরু কিনেছেন।

রবিবার (৪ জুলাই) ডিএনসিসি আয়োজিত ভার্চ্যুয়াল এক সভার মাধ্যমে পশুর ডিজিটাল হাট উদ্বোধন করার পর তিনি কোরবানির পশু ক্রয় করেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে কোরবানির পশুর ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ডেইরি মালিক সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ সংযুক্ত ছিলেন।

ভার্চুয়াল ওই সভায় তাজুল ইসলাম বলেন, আজ ডিএনসিসির ডিজিটাল এই হাট উদ্বোধনের পর সবাইকে ডিজিটাল হাট থেকে গরু কিনতে উৎসাহ করার জন্য আমি এই গরু কিনলাম।

এ সময় অনলাইনে দেখা য়ায়, কোরবানির জন্য কেনা মন্ত্রীর গরুটির দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা। প্রায় ৩৫০ কেজি ওজনের ওই গরুটি ৪ দাঁতের ও বাদামি রংয়ের। নারায়ণগঞ্জ থেকে গরুটি বিক্রি করা হয়েছে বলেও অনলাইনে দেখা যায়।

গরু কিনলেন বাণিজ্যমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী:

ডিজটাল গরুর হাটে এক লাখ টাকা দামের গরু পছন্দ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।লাল রংয়ের গরু কিনে বাণিজ্যমন্ত্রী রসিকতা করে বলেন, ‘কোরবানির গরু কেনায় মুরুব্বিকে ক্রস করতে চাই না (স্থানীয় সরকার মন্ত্রী), মুরুব্বির নিচেই থাকতে চাই। প্রধান অতিথিকে ক্রস করতে চাই না, ‘গুরু মারার বিদ্যায়’ আমি নেই।’

অন্যদিকে, ‘ফুড ফর নেশন একশপ’ থেকে লাখ টাকায় গরু কেনেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার কেনার গরুটির রং সাদা। গরু কেনার পর প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদে নিজ এলাকা চলনবিলের সিংড়ায় চলে যাব। এজন্য ঢাকায় কোরবানির গরু দান করে দিতে চাই।’

ডিজিটাল কোরবানির হাটে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম গরু কেনার আগ্রহ দেখালেও যে সাইট থেকে তিনি গরু কিনবেন, তা আপডেট না থাকায় আর কেনা হয়নি।

ভার্চুয়াল সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঈদের দিন এক হাজার গরু কোরবানি করে কোরবানির মাংস নির্দিষ্ট ক্রেতাদের  বাসায় পৌঁছে দেওয়ার প্লাটফর্ম তৈরি করা হয়েছে।’ ডিজিটাল গরুর হাটে এবার একলাখ গরু কেনাবেচার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডিজিটাল কোরবানির হাট বসানোর জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। কোরবানি পশুর ডিজিটাল হাট কার্যক্রম সফল করতে  ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সঙ্গে চুক্তিও করেছে  ডিএনসিসি।

হাটের ওয়েব ঠিকানা www.digitalhaat.net। ক্রেতারা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তার সাময়িক স্ক্রো (ESCROW) সেবা ব্যবহার করতে পারবেন।

Link copied!