ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বর মাসের ২৪ দিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে মারা গেলেন ৫৯ জন। এদিকে বিগত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১৮৯ জন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, দেশে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেনে ১৬ হাজার ৮৯৪ জন।
তারা জানিয়েছে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১৮৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৪ জন। অন্যরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর প্রদেয় তথ্যের আলোকে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হন ৩২ জন । ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও জুন থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। ওই মাসে আক্রান্ত হয় ২৭২ জন। পরের মাস জুলাইয়ে আক্রান্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে আগস্টে আক্রান্ত হয় ৭ হাজার ৬৯৮ জন জন। সবশেষ, সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৩৮ জন। এমাসের এখনো আরো ৬ দিন বাকী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৮ জন ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮২৭।