ডেসটিনির এমডি রফিকুলের আপিল গ্রহণ, জরিমানা স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২২, ০৫:১৫ পিএম

ডেসটিনির এমডি রফিকুলের আপিল গ্রহণ, জরিমানা স্থগিত

অর্থপাচার মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন হাই কোর্ট। একইসঙ্গে তাকে ২০০ কোটি টাকা জরিমানার রায় স্থগিত করেছেন আদালত।

সোমবার হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রফিকুল আমীনের আপিল আবেদন গ্রহণ ও জরিমান স্থগিতের আদেশ দেন।

মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, প্রায় হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের গত ১২ মে গ্রাহকের অর্থ আত্মসাৎ পাচারের দায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়।একই সঙ্গে রফিকুল আমীনকে দেয়া ২০০ কোটি টাকা জরিমানার রায় ঘোষণা করা হয়।

Link copied!