ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের রাতভর সংঘর্ষ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ০২:২৪ এএম

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের রাতভর সংঘর্ষ

ঢাকা কলেজের একদল শিক্ষার্থীর সাথে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাত একটার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাত দুইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে ছিল।

শিক্ষার্থীরা দাবি করছেন, ঢাকা কলেজের নর্থ হলের দুই শিক্ষার্থী সোমবার রাত ৯টার দিকে নিউ সুপার মার্কেটে কেনাকাটা করতে যান। ওই সময়ে দরদাম নিয়ে তর্কতর্কি হয়। এক পর্যায়ে দোকান কর্মচারী ওই দুই শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন।

অবশ্য এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে নিউমার্কেট এলাকার একজন ব্যবসায়ী নেতা বলেন, ঈদ সামনে রেখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত ১২টার দিকে হোস্টেলের শত শত শিক্ষার্থী কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এক পর্যায়ে তারা আশপাশের মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন দোকান কর্মচারীরাও তাদের লাঠি দিয়ে ধাওয়া দেন। ওই ঘটনার জেরে মধ্যরাতেও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে সড়কগুলোতে যানজট দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে থাকে। পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে। এর আগে সেখানে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

নূরজাহান মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, রাত ১২টার দিকে তারা দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময়ে শিক্ষার্থীরা ইট ছুড়তে থাকেন। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা চলছিল।

পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, রাত একটার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা জানান, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন কেনাকাটার সময়ে দরদাম নিয়ে দুই শিক্ষার্থীর সাথে প্রথম এক দোকানির ঝামেলা হয়। এর জেরে পরে সংঘর্ষ হয়। পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Link copied!