ঢাকায় আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২১, ০৪:২২ পিএম

ঢাকায় আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

রাজধানী ঢাকায় বেসরকারি মালিকানাধীন বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হচ্ছে আজ বুধবার (০১ ডিসেম্বর) থেকে। বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে হাফ ভাড়ার সুযোগ দেয়া হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ঢাকায় চলাচল করা বাসে শিক্ষার্থীদের ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা দেন।

তবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে সারাদেশেই শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে।

বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমরা বিআরটিসির সব বাসের চালক ও কন্ডাক্টরসহ সবাইকে এটি কার্যকর করতে নির্দেশনা দিয়েছি। বিআরটিসির বাসে যাতে এ নিয়ে কোনো ধরনের বাকবিতণ্ডা না হয় সে ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।”

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে গত ২৯ নভেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। সেসবের মধ্যে আছে হাফ ভাড়া দেওয়ার সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র শিক্ষার্থীদের দেখাতে হবে।

সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। এছাড়া সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না।

Link copied!