মার্চ ৩০, ২০২৩, ০২:০৩ পিএম
পাকিস্তানকে অনুসরণ করার কোনো কারণ নেই মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যে ধরনের সরকারের কথা বলছে সে ধরনের সরকার শুধু পাকিস্তানে আছে, একেবারে পশ্চাৎপদ দেশগুলো যেমন- সোমালিয়াতেও নাই, টঙ্গোতেও নাই, সাউথ সুদানেও নাই। সেটি শুধু পাকিস্তানে আছে।’
সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলীয় পর্যায়ে বিএনপির সাথে কোনো আলোচনা বা সমঝোতার উদ্যোগ কি নিতে চান কি এ প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। সরকার কোনো নির্বাচন আয়োজন করে না। সরকারি দল, বিরোধী দল, নানা রকমের দল সেখানে অংশগ্রহণ করে। তাদের যদি কোনো কথাবার্তা থাকে সেটি তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারে।
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ নির্বাচনের প্রত্যাশা করেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে সংহত করার দায়িত্ব শুধু যারা ক্ষমতায় থাকে তাদের নয়,গণতন্ত্রকে সংহত করার দায়িত্ব সব রাজনৈতিক দলের। গণতন্ত্র রক্ষা করা শুধু সরকারি দলের দায়িত্ব নয়।
বিএনপির জনপ্রিয়তা নাই বলে বাহানা করছে মন্তব্য করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘২০১৮ সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেই দোলাচলে থেকে পরবর্তীতে অংশগ্রহণ করেছে। মাত্র ৬টি সিট পেয়েছে। আসলে বিএনপির জনপ্রিয়তা নাই সেটা বুঝতে পেরেছে। ২০০৮ সালে পৃথিবীতে সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচন সেখানে পেয়েছিল ২৯ সিট। উপনির্বাচনসহ ৩০ সিট।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। পূর্ণশক্তি নিয়ে অংশগ্রহণ করুক এবং গণতন্ত্র সংহত হোক। তাদের কোনো কথাবার্তা থাকলে নির্বাচনের আয়োজক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে তারা বলতে পারেন।’
ভয়েস অফ আমেরিকার সাথে এই সাক্ষাৎকারে সিনেমা সেন্সর ও নিষিদ্ধকরণ প্রথা সংস্কার করে উন্নত বিশ্বের মতো রেটিং পদ্ধতিতে সিনেমা মুক্তি দেয়ার নিয়ম চালুর দাবি, 'ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট', প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন, উপাত্ত সংরক্ষণ আইন, ওটিটি নীতিমালাসহ সরকারের বেশকিছু পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এছাড়াও রাষ্ট্রদূতের নিরাপত্তা, প্রেস ফ্রিডম ইনডেক্স-এ বাংলাদেশের অবস্থান, বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।