তুরস্কে শুরু হচ্ছে আইসিওয়াইএফ’র চতুর্থ সাধারণ সভা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২১, ০৪:২৯ পিএম

তুরস্কে শুরু হচ্ছে আইসিওয়াইএফ’র চতুর্থ  সাধারণ সভা

বৃহস্পতিবার (২৬ আগস্ট) থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ইসলামী সহযোগিতা যুব ফোরামের (আইসিওয়াইএফ) চতুর্থ সাধারণ সভা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ওই সভায় যোগ দিচ্ছেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় তিনি বক্তব্য রাখবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির যুব সংগঠন ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) চতুর্থ সভায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল-ওথাইমিন, আইসিওয়াইএফ’র প্রেসিডেন্ট তাহা আয়হান, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম কিরান, তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী মেহমেত মুহাররেম কাসাপোগলু, লিবিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী ফাতাল্লাহ আব্দ আল-লতিফ আল-জুনি, গাম্বিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী বাকারি বাদজিয়ে, আজারবাইজানের যুব ও ক্রীড়া উপমন্ত্রী ফরহাদ হাজিয়েভ এবং রাশিয়ান ফেডারেশনের তাতারস্তান প্রজাতন্ত্রের যুব ও ক্রীড়ামন্ত্রী দামির ফাত্তাখভও সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Link copied!