দুই দিন বন্ধ থাকার পর খুলেছে নিউমার্কেট

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৯:১৩ এএম

দুই দিন বন্ধ থাকার পর খুলেছে নিউমার্কেট

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে দুই দিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে খুলছে নিউমার্কেটের দোকানগুলো।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার পর থেকেই নিউ মার্কেট ও আশপাশের মার্কেটের কাপড়ের দোকান, জুতার দোকানসহ সব ধরণের দোকানই খুলেছে। রমজান উপলক্ষ্যে আগের মতোই ক্রেতাদের সমাগম ঘটবে বলে অনেক দোকানদার আশাবাদ ব্যক্ত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুধু শুধু দুই কর্মচারীর প্রাণ চলে গেল। আবার আমাদের শিক্ষার্থী সন্তানদেরও অনেকে আহত হয়েছেন। আশাকরি, আর এ ধরণের ঘটনা ঘটবে না।”

তিনি আরও বলেন, “রমজান মাসেই তাদের সবচেয়ে বেশি বেচাকেনা হয়। এই মাসের আয় কয়েক মাসের সমান। আমরা এই মাসের দিকেই চেয়ে থাকি। দুইদিন দোকান বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো।”  

এর আগে, দুই দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে সমঝোতায় পৌঁছান ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোর রাতের (বুধবার দিবাগত রাত) প্রথম প্রহরে শুরু হয়ে চার ঘণ্টার বৈঠক শেষে সমঝোতা হওয়ার কথা জানান ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ।

নেহাল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার থেকে নিউ মার্কেটসহ ওই এলাকার সব বিপণিকেন্দ্রগুলো খুলবে। আর ছুটির মধ্যে ছাত্রদের হলে থাকার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

শিক্ষার্থীদের সঙ্গে দোকানকর্মীদের রক্তক্ষয়ী এই সংঘর্ষের পেছনে তৃতীয় পক্ষের উসকানি ছিল বলে দাবি করেছেন নেহাল। পুলিশ জানিয়েছে, এটি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা কলেজের পাশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে এই বৈঠকে শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। কলেজের শিক্ষকরাও ছিলেন।

নেহাল আহমেদের নেতৃত্বে এই বৈঠকে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি পুলিশের উপমহা পরিদর্শক পদমর্যাদার একজনসহ কয়েকজন কর্মকর্তা ছিলেন।

এর আগে নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরিণতি হিসেবে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দোষারোপ করেন শিক্ষার্থীরা। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কথা জানান। এ সময় তারা ১০ দফা দাবিও তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, নিউমার্কেটে দুইটি ফুড কোর্টের বিবাদ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর আঘাত আসে। এরই পরিপ্রেক্ষিতে সংঘর্ষ শুরু হলেও আইনশৃঙ্খলা বাহিনী কলেজ শিক্ষার্থীদের ওপর একপাক্ষিকভাবে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। যার ফলে শতাধিক শিক্ষার্থী আহত হয়।

Link copied!