পর্যটন নগরী কক্সবাজার ছাড়া দেশের অন্যান্য অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, সীমিত পরিসরে আগামীকাল বুধবার থেকে ফ্লাইট চলাচলে অনুমতি দেয়া হয়েছে।
আগামীকাল থেকে কোন রুটে কতদিন এবং কয়টি ফ্লাইট চলাচল করবে এ বিষয়ে প্রজ্ঞাপনে জানিয়ে দেয়া হবে। এয়ারলাইন্সগুলোকে এ বিষয়ে প্রস্তুতি নেয়ার জন্যও বলা হয়েছে বলে বলে জানান তিনি।
গত ৫ এপ্রিল থেকে সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সর্বাত্মক লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়।
করোনা দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর পুনরায় তা সচল করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।