দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে সহায়তার আশ্বাস তুরস্কের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২১, ০৭:৩৫ পিএম

দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে সহায়তার আশ্বাস তুরস্কের

বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে তুরস্ক। সামরিক সরঞ্জামাদির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সকল সহযোগিতা এবং সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

তুরস্ক সফররত বাংলাদেশের সেনাবাহিনী  প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওই দেশটির  ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী  ইসমাইল দেমি ও  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহসিন দেরের সঙ্গে সাক্ষাতকালে তারা এ সহায়তার আশ্বাস দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কার্মকর্তা ও উপমন্ত্রীর  সাক্ষাতে সেনাপ্রধান বলেন, তুরস্ক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তাঁর এই সফরের পরে এই সম্পর্ক  আরো সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা -২০২১ পরিদর্শন উপলক্ষে তুরষ্কে তার সফরের  মাধ্যমে দু’দেশের সামরিক বাহিনী, এবং বিশেষ করে দুই  দেশের  সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

সাক্ষাৎকালে উপমন্ত্রী মুহসিন দেরে সামরিক সরঞ্জামাদির পাশাপাশি সেনাসদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশকে সকল সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অন্যদিকে, তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান  ইসমাইল দেমি  আশ্বাস দেন  তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে চলমান  সকল বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন, যাতে করে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বন্ধুত্বপূর্ণ এবং কল্যাণকর হয়।

Link copied!