নায়িকা মাহির স্বামীকে গ্রেফতারে এখনও সিদ্ধান্ত হয়নি: জিএমপি কমিশনার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২৩, ১১:০৩ পিএম

নায়িকা মাহির স্বামীকে গ্রেফতারে এখনও সিদ্ধান্ত হয়নি: জিএমপি কমিশনার

চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুই মামলার আসামী রকিব সরকারকে গ্রেফতারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন গাজিপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

রবিবার বিকেল পৌণে ৫টার দিকে দ্য রিপোর্ট ডট লাইভকে তিনি বলেন, “রকিবকে গ্রেফতারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তাই এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। যখন সিদ্ধান্ত হবে তখন জানানো হবে।”

এর আগে, ওমরাহ পালন শেষে রবিবার সকালে সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। পরে বিমানবন্দর থেকে সরাসরি চলে যান গাজীপুরে তাঁর বাড়িতে।

এদিকে দেশে ফেরার পর স্বামী রকিবকে ফুল দিয়ে বরণ করে নেন মাহিয়া মাহি। পরে মাহিয়া মাহি তার ফেসবুকে রাকিবকে ফুল দিয়ে বরণ করা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ’।

এর আগে, গতকাল সৌদি আরব থেকে মাহি ও রাকিব সরকারের একসঙ্গে দেশে ফেরার কথা থাকলেও রাকিব আসেনি। তবে, আজ দেশে ফেরার পর রাকিব ও মাহি এখন কোথায় আছে তা জানা যায়নি।

চিত্রনায়িকা মাহি গতকাল শনিবার গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়ে সংবাদ সম্মেলন করেন। এর আগে ওমরা পালন শেষে গতকাল শনিবার সকালে সৌদি আরব থেকে ঢাকায় আসেন মাহিয়া মাহি। তবে দেশে ফেরার পর বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার হন মাহিয়া মাহি। মামলায় তার স্বামীও আসামি। তবে ওইদিন তিনি মাহির সাথে আসেননি।

এদিকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, ‘মাহিয়া মাহি জমিসংক্রান্ত ঘটনায় পুলিশকে নিয়ে ফেসবুক লাইভে মিথ্যাচার করেছেন, ভিত্তিহীন মন্তব্য করেছেন। এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি মন্তব্য করার অধিকার রাখেন না। আর বিরোধপূর্ণ জমির বিষয়ে মাহি বা রকিব কখনো তাঁর কাছে যাননি।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ মার্চ) ফেসবুক লাইভে এসে  মাহিয়া মাহি বলেন, “গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।”

মাহির অভিযোগ, ইসমাইল ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে প্রতিপক্ষ তাদের শো রুম দখল করে নিয়েছে। এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতেই ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের(জিএমপি) বাসন থানায় এসআই রোকন মিয়া বাদী হয়ে মাহিয়া মাহি ও তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেন।  জমি দখলের অভিযোগে অন্য মামলাটি করেন স্থানীয়  এক বাসিন্দা।

Link copied!