রাজধানীর পুরান ঢাকার বংশালে মাহুৎটুলি পুলিশ ফাঁড়ির (৩১ নম্বর ওয়ার্ড) দ্বিতল ভবনটি হেলে পড়েছে।
শুক্রবার (৩০ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, পুলিশ ফাঁড়িতে অবস্থান করা পুলিশ সদস্যরা পাশের আরেকটি টিনশেড ভবনে অবস্থান নিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবং কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
দুই ভবনের মাঝখানের যে চলাচলের পথ রয়েছে সেটি বন্ধ করে দিয়ে সেখানে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
ভবনে থাকা পুলিশ ফাঁড়ির সব পুলিশ সদস্য নিরাপদ আছেন বলে জানিয়েছেন বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান হাসান কামাল।