ফারদিনকে হত্যার কারণ সম্পর্কে কিছুই জানি না: আবুল হায়াত

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ০২:১৩ পিএম

ফারদিনকে হত্যার কারণ সম্পর্কে কিছুই জানি না: আবুল হায়াত

বুয়েটের প্রাক্তন ছাত্র ও নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত বলেছেন, ‘বুয়েটের ছাত্র ফারদিন নূর নৃশংসভাবে নিহত হয়েছেন। তাঁকে কেন হত্যা করা হলো, আমরা কিছুই জানি না।’

গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বুয়েটের জিমনেটরিয়ামে আয়োজিত ‘নবাগত সংবর্ধনা’ শীর্ষক নবীন-প্রবীণের এক মিলনমেলা অনুষ্ঠানে এ কথা বলেন আবুল হায়াত।

তিনি বলেন, , ‘বুয়েটে এলেই যে কথাটি সব সময় প্রথম মনে পড়ে, সেটা হলো আমারই প্রাণপ্রিয় হল শেরে বাংলা হলের ছাত্র আবরার ফাহাদের কথা। আমরা যখন (হলের) অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করি, তখন আবরারের সঙ্গে আমার পরিচয় হয়। একটি টি-শার্ট প্রেজেন্ট করে সে আমাকে বলে, “স্যার, আপনার সঙ্গে একটা ছবি তুলি?” তারপর যে কদিন আমরা অ্যালামনাই করেছিলাম, প্রতিদিনই দেখা হতো।তারপরের ঘটনা...কী নিষ্ঠুরভাবে তাঁকে হত্যা করা হয়েছিল। এর পেছনে কার প্ররোচনা ছিল, কারা এর হোতা—সেগুলো আমরা আজও জানতে পারলাম না। কিন্তু একটা বিচার হয়ে গেল। জানি না, সেই বিচারের শেষ কোথায় আছে। কয়েক দিন আগে বুয়েটের ছাত্র ফারদিন নূর নৃশংসভাবে নিহত হয়েছেন। তাঁকে কেন হত্যা করা হলো, আমরা কিছুই জানি না।’

পরে নবাগত অ্যালামনাইদের অভিনন্দন জানান আবুল হায়াত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার।

প্রকৌশলী ইমু রিয়াজুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ও প্রকৌশলী মো. রেজাউল করিম, বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন, বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান এবং নবাগত অ্যালমানাই নাজমূল হাসান চৌধুরী ও সৃষ্টি রায় চৌধুরী বক্তব্য দেন।

Link copied!