বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ১০:৫৭ পিএম

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ

বগুড়া সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদরের সেউজগাড়ি এলাকার ডাবতলা মোড়ে তাদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ এবং শহরের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আপেল। তারা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নাজমুল হাসান অরেঞ্জের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহত দুজনই সেউজগাড়ি ডাবতলা এলাকার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) শাহিনুজ্জামান।

স্থানীয়রা জানান, রাতে সেউজগাড়ি এলাকার ডাবতলা মোড়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা অরেঞ্জ, আপেলসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন এসে আচমকা তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। ৬-৭টি গুলিবর্ষণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা অরেঞ্জ ও আপেল গুলিবিদ্ধ হন। এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্বজনেরা। স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ওপর হামলাকারীরাও সেউজগাড়ি এলাকার বাসিন্দা এবং অরেঞ্জ ও আপেলের প্রতিপক্ষ।

Link copied!