বঙ্গবন্ধুর ছবির স্বত্ব রাষ্ট্র ও জনগণের: হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২১, ০৩:২৬ পিএম

বঙ্গবন্ধুর ছবির স্বত্ব রাষ্ট্র ও জনগণের: হাইকোর্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত দুর্লভ ছবির কেবল রাষ্ট্র ও জনগণের বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির ঘটনায় করা রিট নিষ্পত্তি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে হাইকোর্ট ঘোষণা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত দুর্লভ ছবির স্বত্ব ব্যক্তির হতে পারেনা বরং তা রাষ্ট্র ও জনগণের।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। সাংবাদিক নাজমুল হোসেনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

পরে শাহ মঞ্জুরুল হক বলেন, আদালতের রায়ের ফলে বইয়ের লেখার কপিরাইট আমাদেরই থাকছে। তবে বইয়ের ছবির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আরও স্পষ্ট ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করতে বলা হয়েছে।

Link copied!