বন্যা নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি আছে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২২, ০৭:০১ পিএম

বন্যা নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বন্যা শুরু হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত বন্যার ঝুঁকিটা আমাদের থাকে, পানিটা নেমে আসবে দক্ষিণ অঞ্চলে। সেজন্য আগাম প্রস্তুতি আমাদের আছে। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম, পানি যাতে দ্রুত নেমে যেতে পারে, প্রয়োজনে রাস্তা যেন কেটে দেয়।”

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার সকালে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতির পাশাপাশি পদ্মা সেতু নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

সিলেট ও সুনামগঞ্জে আরও বন্যা আশ্রয় কেন্দ্র করার পাশাপাশি বন্যার কথা মাথায় রেখে অবকাঠামো করার কথাও সরকারপ্রধান বলেন।

তিনি বলেন, “এটাও আমাদের একটা শিক্ষা, কোন জায়গা থেকে পানি নিষ্কাশন হচ্ছে, কারণ আমাদের এখানে তো বন্যা আসবেই। সেটা চিহ্নিত করে রাখতে বলেছি, সেখানে ব্রিজ কালভার্ট এমনভাবে করে দেব, যাতে পানি জমা থাকতে না পারে।”

প্রধানমন্ত্রী বলেন, “অনেক দিন এরকম বন্যা হয়নি, আবার বন্যা আসলো। সেইভাবে অবকাঠামো তৈরি করতে হবে।”

বন্যার পর কৃষক যেন কৃষিকাজ করতে পারে, সেজন্য বীজ, সারের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।

Link copied!