আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়া আর কারোর ব্যক্তিগত মাইম্যান দিয়ে বলয় গড়তে দেয়া যাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শধুমাত্র শেখ হাসিনার বলয় ছাড়া অন্য কোনো বলয় থাকবেনা বলেও তিনি জানান।
বৃহস্পতিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে তিনি দলীয় নেতাকর্মীদের এ হুশিয়ারি দেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, “আমাদের অনেকের মধ্যে এমন মানসিকতা আছে, যারা নেতৃত্বে থাকেন তারা মাইম্যান দিয়ে বলয় তৈরি করতে চান। আমরা বিভিন্ন জেলায় এটি দেখেছি। এই অভ্যাস পরিহার করতে হবে। আমরা সকলেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মী। এখানে বলয় থাকবে একটাই, শেখ হাসিনার বলয়।”
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “মির্জা ফখরুল প্রতিদিন মিথ্যাচার করছেন। বর্তমান সরকারের আমলে দুর্নীতির কথা বলেন। বিএনপি সরকারের আমলে বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে জনগণের কাছে ধিকৃত হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে।”
এসময় দেশের মধ্যে অশান্ত, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে উন্নয়ন-অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা বিএনপি-জামায়াতের লক্ষ্য বলেও তিনি মন্তব্য করেন।
কক্সবাজার পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।