বিএনপি অংশ না নিলেও ভোট স্বতঃস্ফূর্ত হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৫, ২০২৩, ০১:১০ পিএম

বিএনপি অংশ না নিলেও ভোট স্বতঃস্ফূর্ত হয়েছে: ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপি নির্বাচনে অংশ না নিলেও ৪০ শতাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যৌথ সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন সেতুমন্ত্রী।

নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নানা অপতৎপরতা চালাচ্ছে, তারা ভাবছে বিদেশি প্রতিনিধি এসেই ভিসানীতি দেবে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করেছেন শেখ হাসিনা। 

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ নেই এটা বিএনপির অপপ্রচার। স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন ও কয়েকটি পৌরসভা নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো যেভাবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে একইভাবে আগামী জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বিএনপির কঠিন সমালোচনা করে তিনি বলেন,  তারা বিদেশিদের কাছে নালিশ না করে দেশের জনগণের কাছে যেতে পারে, সরকারের কাছে আসতে পারে ধানের শীষ দেশের মানুষের পেটের বিষ হয়ে গেছে তাই উন্নয়নের জন্য আবারও নৌকায় ভোট দেবে।

যৌথসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, অ্যাড. আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম ও উপ-দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাড. সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!