জুন ২১, ২০২৩, ০২:৪৫ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশ বিক্রি করতে চায়। তারা মুচলেকা দিয়ে এসেছে।
তিনি প্রশ্ন করে বলেন, তারা (বিএনপি) কিভাবে ক্ষমতায় এসেছিলো?
"এখন তারা দেশ বিক্রি করবে। সেই মুচলেকা দিয়ে এসেছে।"
গণভবনে বুধবার (২১ জুন) সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে দেশে সাধারণ নির্বাচন হবে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। যথাসময়ে নির্বাচন হবে।
শেখ হাসিনা বলেন, "একজন নির্বাচিত সরকারপ্রধান কেবল আরেকজন নির্বাচিত সরকারপ্রধান দ্বারা প্রতিস্থাপিত হবে। এর বাইরে কিছু হবে না।"
তিনি বলেন, এখানে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে এটি করা হয়েছে । এতে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে দীর্ঘ সময় আর্থসামাজিক উন্নয়ন হয়নি কারণ গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা হয়নি।
তিনি বলেন, যারা এদেশে গনতন্ত্র হরণ করেছিল তারা গণতন্ত্রের প্রবক্তা সেজেছে। তারা তো আমাদের বিরোধিতা করবেই।
যারা ভোটচুরি করে, খুন, হত্যা করে ক্ষমতায় এসেছিল তারা তো নির্বাচন বর্জন করবেই। তারা নির্বাচনকে ভয় পায়।
তিনি মনে করিয়ে দিয়ে বলেন, যারা ভোট চুরি করে, খুন হত্যা করে ক্ষমতায় এসেছিল তারা তো নির্বাচনকে ভয় পায়। তারা আমার পরিবারের সবাইকে খুন করে রক্তের বন্যা বইয়ে দিয়ে ক্ষমতায় এসেছিল। আমার ভাইটি, ছোট্ট শিশু রাসেলকেও হত্যা করেছে। কেনো? -তারা আমার রক্তের কাউকে কোনদিন ক্ষমতায় আসতে দিতে চায়নি।
তিনি বলেন, "আমি ক্ষমতায় আছি জনগণ ভোট দিয়েছে বলে। জনগণ ভোট না দিলে চলে যাব।"
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে দেশের উন্নতিও করেছে। গণতন্ত্র স্থিতিশীল আছে বলেই দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে সামান্য সমস্যা ছিল। সেটা কেটে যাবে। এখন মূল্যস্ফীতি একটা বড় সমস্যা হয়েছে। আমরা চেষ্টা করছি এটা কমাতে। নানামুখী উদ্যোগ চালু করেছি। সারাবিশ্বেই এখন মূল্যস্ফীতি একটি বড় সমস্যা।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে সৃষ্ট ইস্যু সামলাতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
সংখ্যালঘু ইস্যুতে তিনি বলেন, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় এখানে বিবৃতি দিয়ে বলেছে যে এখানে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করছে।
"এখন ডিজিটাল যোগাযোগের অপব্যবহার করে অপপ্রচার চলছে। এসব অপপ্রচার চলবে। আমাদের সকলকে প্রকৃত পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলতে হবে, মূল্যায়ন করতে হবে ও কথা বলতে হবে। আমি দেশবাসীকে বলবো অপপ্রচারে কান দিবেন না।"