আন্দোলন করে সরকার পতন করা যাবে না বিষয়টি বুঝতে পেরে বিএনপি এখন বেগম জিয়ার লাশ নিয়ে রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরায় আজমপুরে ঢাকা মহানগর উত্তর ১নং ওয়ার্ড ইউনিট শাখা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উন্নয়নের ফিরিস্তি দেখে বিএনপি এখন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি শুরু করেছে উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ বলেন, “প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি চেয়ারপার্সন ছিলেন ঠিক আছে, তিনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কয়েদি এটা আগে মানতে হবে। দুর্নীতির মামলায় দণ্ডিত কয়েদি। দেশে সংবিধান আছে, আইন আছে। কারাবিধান যা আছে সেগুলো অনুসরণ করতে হবে।” বেগম খালেদা জিয়ার জন্য আলাদা আইনের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “আইনে পারিনি, প্রধানমন্ত্রী মানবতা দেখিয়ে চিকিৎসার সবরকম সুযোগ দিয়েছেন। বিএনপি নেতারা তাকে বাসায় নেয়ার পর বললেন প্রধানমন্ত্রী মানবতার কাজ করেছেন অথচ এখন উল্টো তারা দাবি করছেন বিদেশে পাঠাতে হবে। কোন আইনে তিনি বিদেশ যাবেন?”
খালেদা জিয়ার ব্যাপারে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “এখন একটাই উপায় আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে দণ্ড মওকুফ হলে তিনি দেশে-বিদেশে চিকিৎসা নিতে পারবেন। বিএনপি নেতাদের জিজ্ঞেস করবো, আপনারা সেটাতে কেন যাচ্ছেন না?”
বেগম জিয়ার জন্য বিএনপিই এখন বড় হুমকি উল্লেখ করে হানিফ বলেন, “আন্দোলন করে সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই। তাই মিথ্যাচার করে তারা জাতিকে বিভ্রান্ত করছেন। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর উনার ব্যাক্তিগত পরিচারিকা ছিলেন, বাসায় আসার পর নেতা-কর্মীরা, ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।”
এসময় তিনি আরও ববেলন, “মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, হঠাৎ করে স্লো পয়জনিং আসলো কেনো? নাকি আপনারা নতুন করে ষড়যন্ত্র করছেন?”
বিএনপি প্রতিষ্ঠার পর থেকে অপরাজনীতি করে আসছে উল্লেখ করে কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, “যে কোনো অপশক্তি রুখে দেয়ার জন্য সারাদেশে আওয়ামী লীগের লাখো,কোটি নেতা-কর্মী যথেষ্ট আছে, আইন-শৃঙ্খলাবাহিনী অছে। অপরাজনীতিকে কঠোরভাবে দমন করা হবে। আপনারা তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন, অগ্রগতি প্রচার করুন।” এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সালাউদ্দিন আহমেদ খোকার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলুর সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিব হাসান, মতিউর রহমান মতি।