বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, যারা ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার চেষ্টা করতে পারেন, তারা আরও কিছু হোক গণতন্ত্রে বিশ্বাসী নয়।
হানিফ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন।
হানিফ আরও বলেন, দন্ডপ্রাপ্ত আসামী হওয়া সস্ত্বেও বিএনপির নেত্রীকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে সরকার। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি কারাবিধি অনুযায়ী যতটুকু সুযোগ সুবিধা পায়, তার চেয়ে অনেক বেশি তিনি পাচ্ছেন বলে জানান হানিফ। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাবে এ আওয়ামী লীগ নেতা বলেন, জনগণের ওপরই বিএনপির কোন আস্থা নেই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি এবং তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব।