বিএনপির স্থানীয় নেতাদের ঘি ঢালার ব্যাপারে পুলিশের কাছে তথ্য আছে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২২, ০৩:৪৫ এএম

বিএনপির স্থানীয় নেতাদের ঘি ঢালার ব্যাপারে পুলিশের কাছে তথ্য আছে

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা বলেঝের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় নেতাদের সম্পৃক্ত থাকার বিষয়ে পুলিশের কাছে তথ্য আছে বলে জানিয়ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সেই ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা যে ঘি ঢেলেছে, পুলিশের কাছে সেই তথ্য আছে। যে দুই দোকান কর্মচারীর মধ্যে বচসা, সেই দুই দোকানের মালিক কিন্তু বিএনপি নেতা। সুতরাং এই বচসা ঘটানোর পেছনে দুরভিসন্ধি আছে কি না- সেটি তো অবশ্যই খুঁজে বের করতে হবে।” এসময় ‘নিউমার্কেটের ঘটনায় যারাই যুক্ত, তারা যে দলের বা যে মতেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলেও তিনি জানান।

ঈদের পর বিএনপির আন্দোলন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, “‘এই ঈদের পরে, আগামী ঈদের পরে- আন্দোলনের এ রকম দিনক্ষণ তারা আগেও দিয়েছে। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে বিএনপি আসলে আন্দোলন করতে পারবে কি না।”

তিনি বলেন, “ তারা যেভাবে ঢাকা শহরে ২ কোটি মানুষের মধ্যে দুইশ মানুষের বিক্ষোভ করে, এতেই বোঝা যায় বিএনপি আসলে কতটুকু আন্দোলন করতে পারবে।” 

দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “ইংরেজি পত্রিকাগুলোর প্রচার সংখ্যা হালনাগাদ করে বাস্তবতার কাছাকাছি নিয়ে আসা হয়েছে। বাংলা পত্রিকাগুলোর ক্ষেত্রেও আমরা সেটা খুব সহসা করে দেব।”

তিনি বলেন, “ অনেক পত্রিকা যেগুলো আসলে ঠিকভাবে প্রকাশিত হয় না, সেগুলোর বিপুল প্রচার সংখ্যা দেখানো হয়েছে, এসব অসঙ্গতি দূর করে আমরা এগুলো ঠিক করছি।” 

অস্টম ওয়েজবোর্ড প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, অষ্টম ওয়েজবোর্ড যারা বাস্তবায়ন করে নাই তাদেরকে আমরা সরকারের কোনো ক্রোড়পত্র দেব না এবং ভবিষ্যতে নবম ওয়েজবোর্ড যারা বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি নিয়েও ভাবছি।”

এসময় অন্যদের মধ্যে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন উপস্থিত ছিলেন। 

Link copied!