বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৩, ০৮:৪৮ এএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ পর্যন্ত ৫ জন মুসল্লির মৃত্যু হয়েছে। দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে আজ। এর আগে প্রথম পর্বে ৮ জন মুসল্লি মারা গিয়েছেন।

দ্বিতীয় পর্বে শুক্রবার দিবাগত রাতে ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮), গাইবান্ধার শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫), ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) ও বরগুনার আবদুল আলী রানার ছেলে মফিজুল ইসলাম (৭৫) মারা গেছেন। 

বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম, শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার আব্দুল হামিদ মণ্ডল ও ঢাকার সাভারের বাসিন্দা মফিজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মারা যান। শুক্রবার এশার নামাজের সময় জিকির করতে করতে হঠাৎ অচেতন হয়ে যান ঢাকার কদমতলী থানা থেকে ইজতেমায় আসা আব্দুল হান্নান। পরীক্ষা করে দেখা যায় মারা গেছেন তিনি। একই রাতে ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুলিস্তানের বোরহান।

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বয়ান তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম।

রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ জমায়েতের দ্বিতীয় পর্ব।

এর আগে ১৩ থেকে ১৫ জানুয়ারি আয়োজিত হয় ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রথম পর্বে আটজন মুসল্লির মৃত্যু হয়। তাঁরা হলেন- সিলেট জেলার জয়ন্তপুর থানার হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩), গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তরপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে মো. আক্কাস আলী (৫০),  ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড়ের বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৭১), ঢাকার বাসিন্দা ছমির উদ্দিন (৭২), খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) ও  নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে মো হাবিবুর রহমান হবি (৬৯)।

Link copied!