বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বাড়ছে মুসল্লিদের ভিড়

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৩, ১১:২১ এএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বাড়ছে মুসল্লিদের ভিড়

টঙ্গীর ৫৬তম বিশ্ব ইজতেমায় ইবাদত-বন্দেগি, যিকির-আযকার ও দেশ-বিদেশের শীর্ষ আলেমদের বয়ানের মাধ্যমে নিজেদের ধর্মীয় মনোবল শক্তিশালী করছেন মুসল্লিরা। শনিবার (১৪ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা খুরশিদ আলমের আম বয়ানের মধ্য দিয়ে  প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।

দ্বিতীয় দিনেও ইজতেমাস্থলে আসছেন মুসল্লিরা। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এই আগমন অব্যাহত থাকবে। আখেরি মোনাজাতে বেশ কয়েকজন ভিআইপি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। 

ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেমরা কোরআন-হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে বয়ান করেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত এ বয়ান চলে।

বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খুরশিদ আলম। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ফারুক ওরফে ভাই ফারুক। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করবেন হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ।

এবার বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে হবে।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। দুপুরে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পাশাপাশি ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলার লাখ লাখ মুসল্লিরা স্মরণকালের বৃহৎ জুমার নামাজে অংশ নেন।

১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (আলমি শুরার) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (ওয়াসিফুল ইসলামপন্থি) মুসল্লিরা অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

Link copied!