বেগম রোকেয়া, সুফিয়া কামালের সত্যিকারের উত্তরসূরি ফুলপরী: ছাত্রলীগ সভাপতি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১১:২২ পিএম

বেগম রোকেয়া, সুফিয়া কামালের সত্যিকারের উত্তরসূরি ফুলপরী: ছাত্রলীগ সভাপতি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে প্রতিবাদ জানানো ছাত্রী ফুলপরী খাতুনের সাহসিকতা ও অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন,আজকে ফুলপরীকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাই, স্যালুট জানাই।

রবিবার ছাত্রলীগের আয়োজনে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‍্যাগিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, “ফুলপরী একজন প্রথম বর্ষের শিক্ষার্থী। পাবনা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন সে গেছে, যে সাহসিকতা ফুলপরী দেখিয়েছে, ন্যায় বিচারের জন্য লড়াই করার যে অদম্য স্পৃহা দেখিয়েছে, আমরা মনে করি, ফুলপরী বাংলাদেশে বেগম রোকেয়া ও সুফিয়া কামালের সত্যিকারের উত্তরসূরী।”

সাদ্দাম হোসেন বলেন, “আমরা মনে করি ফুলপরী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিবাদের নাম। ফুলপরী ন্যায় বিচারের প্রতীকের নাম। আজকে যে র‍্যাগিং বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে, যৌন হয়রানি বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে, এ আন্দোলনের প্রতীক হচ্ছেন ফুলপরী।”

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, “ নিপীড়ক যেই হোক, নিপীড়কদের যেই দলীয় পরিচয় থাকুক, যেই ক্ষমতার পরিচয় থাকুক, যেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় থাকুক, যেই পারিবারিক পরিচয় থাকুক না কেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের ইস্পাত দৃঢ় ন্যায় বিচারের লড়াইয়ের সামনে সমস্ত দম্ভই ভেঙে যাবে, সমস্ত প্রশাসনিক অসাড়তাই ভেঙে যাবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রমুখ।

Link copied!