এপ্রিল ১৫, ২০২৩, ০৮:৩৯ এএম
রাজধানীর নিউ সুপার মার্কেটে তিনতলা ভবনের ভয়াবহ আগুন বাড়ছেই। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে তাঁদের আহাজারি করতে দেখা যায়। ব্যবসায়ীদের কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের দোকান থেকে অক্ষত মালামাল বের করে আনার চেষ্টা করছেন।
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও দশটি ইউনিট যোগ দেয়।
ব্যবসায়ীরা বলছেন, করোনা ও যুদ্ধের কারণে গত কয়েক বছরে ব্যবসা না হলেও এবছর ঈদে সে ক্ষতি পুষানোর সুযোগ পেয়েছিলেন ব্যবসায়ীরা। ব্যবসাও বেশ ভালোই হচ্ছিল। আগুনে নিমিষে শেষ হলো সবকিছু।
ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিন ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।