ভবনের ছাদে উঠে তিন ঘন্টা ধরে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, অতপর...

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৩, ১১:৩১ পিএম

ভবনের ছাদে উঠে তিন ঘন্টা ধরে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, অতপর...

একটি উঁচু ভবন থেকে প্রায় তিনঘন্টা ধরে এক যুবক লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁর সহকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় হেলাল বিশ্বাস নামের ওই যুবককে অক্ষত অবস্থায় ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ মার্চ) দুপুরে সাভারের হেমায়েতপুরের এ কে এইচ নামের পোশাক কারখানার ভবনের ছাদে ওই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেই ভিডিও ফুটেজে দেখা যায়, ওই যুবক আটতলা ভবনের ছাদের এক কোনায় রড ধরে দাঁড়িয়ে আছেন। তিনি সেখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করছেন। এ সময় টের পেয়ে তাঁর সহকর্মীরা ছাদে গিয়ে তাঁকে বুঝিয়ে বাঁচাতে চেষ্টা করেন। ভবনের নিচে উৎসক মানুষ জড়ো হয়েছে। মূলতঃ সকাল ১১টার দিকে ওই যুবক আত্মহত্যার জন্য ছাদে ওঠেছিলেন। দীর্ঘ সময়ের চেষ্টায় দুপুর ২টার দিকে তাঁকে উদ্ধার করা হয়েছে।

হেলাল বিশ্বাস নড়াইলের কালিয়া থানার মহাজন গ্রামের ফারুক বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি সাভারে এ কে এইচ পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করছেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, প্রেম করে সম্প্রতি হেলাল বিয়ে করেছিলেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাঁর স্ত্রীকে নিয়ে যায় এবং দুই দিন আগে হেলালকে ডিভোর্স দেন তাঁর স্ত্রী। মানসিক চাপ থেকে আত্মহননের চেষ্টা করেছিলেন তিনি। বর্তমানে হেলাল বিশ্বাস করাখানার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছেন ও সুস্থ আছেন।

Link copied!