মঙ্গলবার রাইড শেয়ারিং চালকদের কর্মবিরতির ডাক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৬:৪৬ পিএম

মঙ্গলবার রাইড শেয়ারিং চালকদের কর্মবিরতির ডাক

সড়কে ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ ছয় দাবিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে অ্যাপভিত্তিক মোটরগাড়ি চালকদের সংগঠন ড্রাইভারস ইউনিয়ন অফ বাংলাদেশ, ডিআরডিইউ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রাইডশেয়ারিং ড্রাইভারস ইউনিয়নের (ডিআরডিইউ) সাধারণ সম্পাদক বেলাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। ।

সোমবার সকালে অ্যাপে যাত্রী বহন করা এক বাইকার তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়ার কয়েক ঘণ্টা পরে এই কর্মসূচির ডাক এলো।

এদিন রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডে বাইকে আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে। জানা গেছে, সেই বাইকারের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা হয়; আর ট্রাফিক সার্জেন্ট নতুন করে আরও একটি মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই সেই বাইকার ক্ষিপ্ত হয়ে ওঠেন।

বাইকাররা বলছেন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অন্য দাবিগুলো আদায়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোটরসাইকেলে বাইকারের আগুন দেয়ার ঘটনায় এই বিষয়টিও সামনে আনছেন তারা। কর্মবিরতির পাশাপাশি চালকরা মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করবেন।

ডিআরডিইউ’র সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, সম্মিলিত রাইডারস্ অব চট্টগ্রাম, চট্টগ্রাম রাইড শেয়ারিং ড্রাইভারস্ ইউনিয়ন, কোথায় যাবেন রাইড শেয়ারিং গ্রুপ সিলেট এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

চালকরা তাদের ছয়টি দাবি নিয়ে একটি ভার্চুয়াল লিফলেট তৈরি করে সামাজিক মাধ্যমগুলোতে প্রচার চালাচ্ছেন।

দাবিগুলো হলো:

১. অ্যাপনির্ভর শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিন, কর্ম ও সময়ের মূল্য দিন;

২. সব ধরনের রাইডে কমিশন ১০ শতাংশ নির্ধারণ করুন, মিথ্যা অজুহাতে কর্মহীন করা থেকে বিরত থাকুন;

৩. ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রাইড শেয়ারিংয়ের যানবাহন দাঁড়ানোর জায়গা করে দিন;

৪. সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করুন;

৫. তালিকাভুক্ত রাইড শেয়ারকারী যানবাহনগুলোকে গণপরিবহনের আওতায় অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি) মুক্ত রাখুন;

এবং

৬. গত বছর গ্রহণ করা সব এআইটি তালিকাভুক্ত যানবাহন মালিকদের ফিরিয়ে দিন।

Link copied!