জুন ১৭, ২০২৩, ০৯:১৮ পিএম
চাঁদপুরের মতলব উপজেলায় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
শনিবার বিকেলে উপজেলার দুর্গমচর বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করছেন।
স্থানীয় ও মতলব উত্তর থানা পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন মোবারক হোসেন বাবু (৪৮)। এসময় আহত হন নিহতের ছেলে ইমরান বেপারী (১৮) ও জহির কবিরাজ (৩৫)। অন্য বাকি পাঁচজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দুই গ্রুপ হচ্ছে- কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজান।
পুলিশ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকেলে উপজেলার মাথাভাঙা হাইস্কুল মাঠে সমাবেশের আয়োজন করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এই সমাবেশে মিছিল নিয়ে যোগ দিতে আসার পথে মায়ার প্রতিপক্ষরা হামলা চালালে বাবু ও তার ছেলে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় নেতারা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিগমা রশিদ গণমাধ্যমকে জানান, গুরুতর আহত মোবারক হোসেন বাবুকে একেবারেই শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে বাঁচানো যায়নি। নিহতের ছেলে ইমরান বেপারী (১৮) ও জহির কবিরাজকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।