মুসলিম উম্মাহ এক হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:১০ পিএম

মুসলিম উম্মাহ এক হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে বিশ্বের মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) সদস্যভুক্ত সাত দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ  আহ্বান জানান।

দেশগুলো হলো-আলজেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, ফিলিস্তিন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার জানান, “ফিলিস্তিন প্রসঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলিম উম্মাহর উচিত সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বঙ্গবন্ধু ফিলিস্তিনকে সমর্থন দিয়ে গেছেন। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের পাশে আছে।”

পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মানুষ কষ্ট পাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী দ্রুত এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন মো. নজরুল ইসলাম।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ব্রিফিংয়ে আরও জানান, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ভূয়সী প্রশংসা করেন হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা। বিশেষ করে সফলতার সঙ্গে কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলা করায় তারা সরকারের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভালো আছে, সুখে আছে অভিমত ব্যক্ত করে রাষ্ট্রদূতরা বলেন, এ জন্য মুসলিম উম্মাহর সদস্য হিসেবে তারাও খুশি এবং গর্বিত। 

Link copied!