যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া কবরস্থহান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান কাকন (৩০) নামে এক তাঁতী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কোতয়ালী মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাজুল ইসলাম জানান, কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করতে পারে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ করছে।
জানা যায়, নিহত কাকন যশোর জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক। তিনি ওই এলাকার আব্দুল হামিদের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল হামিদের ছেলে। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বারান্দী মোল্লাপাড়া ভাড়া বাসা এলাকার কবরস্থানের পাশে তিন রাস্তার মোড়ে নারায়ন ষোষের চায়ের দোকানে কাকন বসেছিলেন। এসময় ২-৩ জন যুবক দোকানের সামনে এসে কোনোকিছু বুঝে ওঠার আগেই কাকনকে ছুরিকাঘাত করে। ঘটনার পর তারা দ্রুত ভৈরব নদীর দিকে চলে যায়। স্বজনরা আহত কাকনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।