যৌতুক দেয়া-নেয়া এবং মাদককে সবাই ঘৃণা করে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, যারা বিত্তবান ও সচ্ছল, তারা বিয়ে-শাদিতে অঢেল টাকা খরচ করে কন্যাকে পাত্রস্থ করেন। এ কারণেও যৌতুকপ্রথা সমাজে টিকে আছে।
কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ১৩তম যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়। এদিন একটি বণাঢ্য র্যালীও বের করা হয়। উপমন্ত্রী বলেন, যৌতুক ও মাদকবিরোধী আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ইনসাফভিত্তিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের অন্যতম লক্ষ্য। সরকারের নানা পদক্ষেপের পাশাপাশি আলেম সমাজকে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে যৌতুক প্রথা ও মাদককে বিদায় জানাতে হবে।
মহাসমাবেশের উদ্বোধক ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের শাহ্সূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আকবর হোসেন এবং বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী।