এপ্রিল ১৫, ২০২৩, ১১:১১ এএম
রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটের তিন তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের ৩২ ইউনিটের চেষ্টায় সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন শনিবার (১৫ এপ্রিল) বেলা সোয়া ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, “এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে। ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও নিরাপত্তার স্বার্থে আমরা আগে ঘোষণা দেইনি।”
রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের (দ.) ভবনের তৃতীয় তলার একাংশে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে সহায়তা করে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ দল। পাশাপাশি র্যাব-পুলিশের সাথে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা।
আগুনের মধ্যেও অনেক ব্যবসায়ীকে দোকানগুলো থেকে মালামাল বের করে আনতে দেখা যায়। ঈদের জন্য বাড়তি মাল মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। তাই ক্ষয়ক্ষতি এড়াতে জীবন-ঝঁকি নিয়েও মালামাল সরিয়ে নেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, করোনা ও যুদ্ধের কারণে গত কয়েক বছরে ব্যবসা না হলেও এবছর ঈদে সে ক্ষতি পুষানোর সুযোগ পেয়েছিলেন ব্যবসায়ীরা। ব্যবসাও বেশ ভালোই হচ্ছিল। আগুনে নিমিষে শেষ হলো সবকিছু।
এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩২টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ সদস্য ও ৯ দোকান কর্মচারি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।