রাজশাহী সিটি কর্পোরেশনের মোট ১৫৫টি কেন্দ্রের মেধ্যে ৮৬টি কেন্দ্রে ফল পাওয়া গিয়েছে। ৮৫৭৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগ ও ১৪ দল মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭১৬ ভোট।
বেসরকারি সূত্রে বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি, ভোটকক্ষ রয়েছে ১ হাজার ১৫৩টি। এর মধ্যে ১৪৮ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক হাজার ১৫৩টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। রাজশাহী সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। আর নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয় জন। রাজশাহী সিটিতে সাধারণ ওয়ার্ড ৩০টি এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের জন্য ওয়ার্ডের সংখ্যা ১০টি।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা), জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।