সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ।
সবশেষ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন।
বাংলাদেশের মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমান তাঁর সহধর্মিণী ছিলেন। যিনি ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।
তাঁদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে স্থানীয় সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি।
জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে ১৯২৯ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার কয়েক দিন পর ১৩ জুলাই ভৈরবের হাজী আসমত কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা গ্রহণ করেন। পরে ২০১০ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় বার ভৈরবের হাজী আসমত কলেজ মাঠে সুধি সমাবেশে বক্তব্য রাখেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরব ও কুলিয়ারচরে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত নেয় স্থানীয় আওয়ামী লীগ।