রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে অবান্তর প্রশ্ন অনাকাঙ্ক্ষিত: সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১০:০১ পিএম

রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে অবান্তর প্রশ্ন অনাকাঙ্ক্ষিত: সিইসি

গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। সিইসির ঘোষণার পর থেকেই তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে কিছু মহলে বিতর্কের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (সিইসি) জানালেন, ১৯৯৬ সালের হাইকোর্টের রায় ও সংবিধান অনুযায়ী কমিশনার কিংবা বিচারপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে বাধা নেই। রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে অবান্তর প্রশ্ন তোলা হলে সেটি অনাকাঙ্ক্ষিত। এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, মো. সাহাবুদ্দিনকে  রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিয়োগ দেয়া হয়নি; আইন অনুযায়ী তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে ইসি। দুদক আইনের ৯ ধারা অনুযায়ী কোনো কমিশনার অবসরের পর লাভজনক পদে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। সবকিছু বিবেচনা করে সংবিধান অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নিয়োগ এবং নির্বাচিত দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন সিইসি।

আইন অনুযায়ী লাভজনক কোনো পদে যেতে পারবেন না দুদক কমিশনাররা। রাষ্ট্রপতি লাভজনক পদ নাকি অলাভজনক, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন যখন এটা করেছে; তখন বিষয়টি জেনেই সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি অলাভজনক পদ।

Link copied!