রাষ্ট্রপতি হওয়ার আগেই নিরাপত্তার চাদরে সাহাবুদ্দিন চুপ্পু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১০:২৪ পিএম

রাষ্ট্রপতি হওয়ার আগেই নিরাপত্তার চাদরে সাহাবুদ্দিন চুপ্পু

নানামুখী আলোচনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি হতে চলেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু।

আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান ও দলের সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি পদে নির্বাচনে ১২ ফেব্রুয়ারি দলের প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম চূড়ান্ত করার পর রবিবার তাঁর মনোয়ননপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রবিবার পর্যন্ত রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় এ পদে আর ভোটের প্রয়োজন হচ্ছে না। ফলে চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। এ রেশ ধরেই রাজধানীর গুলশানের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। বাসভবনের আশপাশে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। এ ছাড়াও মো. সাহাবুদ্দিনের বাসা-সংলগ্ন সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “মো. সাহাবুদ্দিন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এ তথ্য জানার পর তার বাসায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।”

এর আগে, রবিবার সকালে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতাকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে নিজের সই করা মনোনয়নপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন।

মনোনয়নপত্র জমার আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনকে মনোনীত করেছেন।

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এটি মোটামুটি নিশ্চিত। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে।

Link copied!