নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটিকে আগামী ১২ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সংলাপের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্য রিপোর্টকে জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ চিঠি তিনি রিসিভ করেছেন।
তবে বিএনপি এই সংলাপে যাবে কিনা তা নিয়ে জনমনে ধোঁয়াশা রয়েছে। কেননা, দলটি এর আগে রাষ্ট্রপতির এই সংলাপে যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তার বলেছে, তারা রাষ্ট্রপতির সংলাপে যাবে না।