রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে বিজেপি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ০৩:২৭ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে বিজেপি

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ নেবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।মঙ্গলবার(১১ জানুয়ারি) দলের মহাসচিব আব্দুল মতিন সউদি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজেপির মহাসচিব বলেন, “আগামী বৃহস্পতিবার রাত ৮টায় নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে আমরা অংশ নেব। আমাদের দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।”

প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশন গঠন বিষরয়ে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। ওইদিন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসে জাতীয় পার্টি।

প্রসঙ্গত, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসছেন রাষ্ট্রপতি। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

 

Link copied!