এক কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় রাজধানীর রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা এবং অর্জিত সম্পদের আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তথ্য থাকায় সাহেদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলা দায়ের করা হয়। দুদক চলতি বছরের মার্চে মামলাটি করা হয়।
করোনা মহামারির মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় গত বছরের জুলাই মাসে মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।