মানি লন্ডারিংসহ দুর্নীতির দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন চেয়ে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিনের রিভিউ আবেদন খারিজ করে দেন। একই সাথে তার বিরুদ্ধে টাকা ফেরত দেওয়ার হাইকোর্টের আদেশও বহাল রেখেছেন আপিল বেঞ্চ।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে রফিকুল আমীনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “গত ২০ আগস্ট দুই মামলায় রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে মামলা দুটি নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমীন। যেটি ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। পরে রিভিউ চেয়ে ফের জামিন আবেদন করেন রফিকুল আমীন। কিন্তু সেই রিভিউ আবেদনও খারিজ করে দিয়েছেন।”
প্রসঙ্গত, ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন এবং ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করা হয়। পরে ওই বছরের ১১ অক্টোবর গ্রেপ্তার হন দুজন।
তাদের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং ৯৬ কোটি টাকা দেশের বাইরে পাচারের অভিযোগ আনা হয়।
অপর মামলার তদন্ত অনুযায়ী, ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা গাছ বিক্রির নামে ২ হাজার ২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে ঋণপত্র (এলসি) হিসাবে ৫৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৪০ টাকা এবং সরাসরি পাচার হয়েছে আরও ২ লাখ ৬ হাজার ডলার।