রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৩, ০৮:২১ পিএম

রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা

বিএনপির সহ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার দুপুরে আশুগঞ্জে দলীয় কার্যালয়ে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, রুমিন ফারহানা সম্প্রতি আশুগঞ্জ উপজেলায় বিএনপি আয়োজিত এক সেমিনারে উপনির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলেন। এজন্য শুক্রবার দুপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রস্তাব তোলেন নেতাকর্মীরা।

বিএনপি নেতা রুমিন ফারহানা গত ১৫ জানুয়ারি আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, 'অনেকের সাথে তার (আব্দুস সাত্তার ভূঁইয়া) ব্যক্তিগত কিংবা পারিবারিক সম্পর্ক থাকতে পারে। কিন্তু ভোটের দিন আমরা কেউ ভোটকেন্দ্রে যাব না। কেউ যেন তার জন্য একটা ভোটও না চাই। দল অত্যন্ত কঠোর অবস্থানে আছে। যে সাত্তারের জন্য কাজ করবে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।'

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছফিউল্লাহ মিয়া বলেন, 'তিনি (রুমিন ফারহানা) তার কিছু কর্মীকে বলেছেন নির্বাচন প্রতিহত করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু হয়, তার জন্য আমরা যা যা করণীয়; প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। নির্বাচনে কে কাকে ভোট দেবে, সেটি আমাদের দেখার বিষয় নয়। তবে ভোটটা যেন সুন্দর হয়, সেজন্য আমরা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব।'

আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি থেকে পদত্যাগ-পরবর্তী বহিষ্কৃত নেতা আব্দুস সাত্তার ভূইয়াসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রতীক বরাদ্দ নিয়ে প্রচারণা শুরু করেও সরে দাঁড়ানোয় তিনি শুধু এখন কাগুজে প্রার্থী। আওয়ামী লীগের চার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Link copied!