টিকিটবিহীন যাত্রীকে জরিমানা করায় রেলওয়ের ট্রেন টিকিট এক্সমিনার-টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ ঘটনায় রেলের বাণিজ্যিক কর্মকর্তা-ডিসিও পাকশীকে শোকজ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
৫ মে (বৃহস্পতিবার) রাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে বিনা টিকিটে তিন যাত্রী ঢাকায় আসছিলেন। তাঁরা ট্রেনের এসি কামরায় বসেছিলেন। তাঁদের কাছে ভাড়া চাইলে টিটির সাথে কথা-কাটাকাটি হয়। পরে ওই তিন যাত্রী নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই শফিকুল ইসলাম তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০ টাকা ভাড়া নিয়ে এসি কামরা থেকে শোভন কামরায় পাঠান। ওই তিন যাত্রী শোভন কামরাতেই ঢাকা পৌঁছান। এর কিছুক্ষণের মধ্যে মুঠোফোনে টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই তিন যাত্রীর সঙ্গে নিজের কোন সম্পর্ক নেই বলে জানান রেলমন্ত্রী। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ওই তিন যাত্রী রেলমন্ত্রী স্ত্রী শাম্মী আক্তারের নিকটাত্মীয়।
টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া মন্ত্রণালয়ের কাজে স্ত্রীর অনৈতিক নির্দেশনা দেওয়ার দায়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের পদত্যাগের দাবিও জানানো হয়। ব্যাপক সমালোচনার পর টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার করেন মন্ত্রী।