নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম, খন্দকার স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের তোতা পাখি বলে মন্তব্য করেছেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
সোমবার (১০ জানুয়ারি) সকালে ২১ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তৈমুর আলম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, “তৈমুর আলম খন্দকার তো গডফাদারের বাইরে নয়। উনি আমাকে গডমাদার বলে খুব খারাপ কাজ করেছেন। উনাকে আমি এ ধরনের কথা বলিনি। তৈমুর আলম আশ্রয় নিয়েছে আমি সেই কথাটা বলেছি। উনি যদি তাদের পৃষ্ঠপোষকতায় না দাঁড়াতেন তাহলে চারজন চেয়ারম্যান কিন্তু দাঁড়াত না।”
তৈমুর আলম খন্দকারের কর্মকাণ্ডে ফুটে উঠেছে উনি শামীম ওসমানের ক্যান্ডিডেট মন্তব্য করে নাসিক নির্বাচনে নৌকার প্রার্থী বলেন, “নিজেকে প্রটেক্ট করার জন্য আমাকে গডমাদার বলে উনি উনার সন্তানকেই তা বলছেন। আমি কিন্তু উনাকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি চাইলে অনেক কিছু বলতে পারি উনার নামে কিন্তু বলবো না। উনাকে সম্মান করে আমি নির্বাচন চালিয়ে যাবো।
এদিকে, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার সোমবার সকালে শহরের মদনপুর বাসস্ট্যান্ড থেকে প্রচারণা শুরু করেন।এসময় তিনি অভিযোগ করে বলেন: উন্নয়নের নামে আইভী সিন্ডিকেট করেছেন।
এছাড়া শামীম ওসমানকে গডফাদার বলায় কষ্ট পেয়েছেন তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, “আওয়ামী লীগের দ্বন্দ্বে আমার বিজয় হবে বলে আশা করি।”