জানুয়ারি ২৪, ২০২৩, ০১:১২ এএম
তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, "শুধু ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইল নিয়ে থাকলে হবে না, খেলাধুলায়ও থাকতে হবে। শারীরিক সক্ষমতার জন্য খেলাধুলার দরকার আছে। খেলাধুলার কোনো বিকল্প নাই।"
দিনাজপুর ইনস্টিটিউিট প্রাঙ্গণে বিশিষ্ট ক্রীড়াবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর স্মরণে দিনাজপুর ইনস্টিটিউিট আয়োজিত ২য় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এর চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
দিনাজপুরের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেন, " প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদি। তিনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সমগ্র বাংলাদেশের ক্রীড়াঙ্গন আলোকিত হচ্ছে। চারিদিকে খেলাধুলা ও ক্রীড়ার ধ্বনি পাচ্ছি। ফুটবল, ক্রিকেটসহ সর্বক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। মেয়েরা অসম্ভবরকম ভাল করছে। যুবকরা ভাল করছে। আমাদের খেলোয়াড়রা ইতিমধ্যে কিছু কিছু ইভেন্টে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে।"
দিনাজপুরের চিত্র তুলে ধরে তিনি বলেন, "দিনাজপুর একসময় ব্যাডমিন্টনসহ সবকিছুতেই ভাল ছিল। প্রতিভাধর ছিল। খেলাধুলার মধ্যে ছিল বলেই আব্দুর রৌফ চৌধুরী সততার সঙ্গে আমাদের পথ দেখিয়ে গেছেন। যারা খেলাধুলা ও সংস্কৃতির মধ্যে থাকে তারা সবসময় এ ধরনের ব্যক্তিত্বের অধিকারী হন। আমাদের সকলকে খেলাধুলা ও সংস্কৃতির অঙ্গনের মধ্যে থাকতে হবে।"
প্রতিমন্ত্রী আবেগতাড়িত হয়ে তাঁর বাবা আব্দুর রৌফ চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন, "তিনি যখন মারা যান তখন সময়টা খুবই খারাপ ছিল। ওয়ান ইলেভেনের সরকার ছিল। বাংলাদেশে রাজনীতি পুরোপরি নিষিদ্ধ ছিল। ঘোলাটে, ধোঁয়াট ও ঘুমট অবস্থা ছিল। সেসময় তিনি আমাদের মাঝ থেকে চলে যান।"
"আব্দুর রৌফ চৌধুরী ক্রীড়াঙ্গনের মানুষ ছিলেন। দিনাজপুরের ক্রীড়াঙ্গন তাঁর পদচারণায় অনেক আলোকিত হয়েছে। রাজনৈতিক জীবনে তিনি অনেক ঝুঁকি নিয়েছেন। অনেক ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছেন। কখনো আপস করেন নাই।" যোগ করেন তিনি।
ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ আব্দুর রৌফ চৌধুরীকে ধরে রাখার জন্য দিনাজপুর ইনস্টিটিউিট ২য় বারের মতো ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, "এভাবেই আমাদের পূর্বপুরুষরা বেঁচে থাকবেন। সেটাই আমাদের প্রত্যাশা, তারা চলার পথের পাথেয় হয়ে থাকবেন।"
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।