পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হয়েছে আজ। ঈদের আগে শেষদিনে বাস কাউন্টারে যাত্রীদের বাড়তি চাপ নেই। অনেক কাউন্টারের কর্মচারিরা অলস সময় পার করছেন। তবে কিছু কাউন্টারে জ্যামে আটকে থাকা গাড়িগুলোর যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে।
শনিবার (৯ জুলাই) গুলিস্তান, ধোলাইপাড় ও সায়দাবাদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। অন্যান্য সময় ঈদের আগের দিন সায়দাবাদে ঘরমুখো মানুষের বাড়তি চাপ থাকলেও এখন দীর্ঘ সময় ডেকেও যাত্রী পাচ্ছে না বাসগুলো। অনেকে সকাল থেকে অপেক্ষা করে বাস ছাড়তে পারছেন না। তাই হতাশ হয়ে গাড়ি বন্ধ করে রেখেছেন।
দুই সন্তান নিয়ে কুমিল্লা যাবেন আকলিমা বেগম। সায়দাবাদ কাউন্টারে অপেক্ষা করছেন তিনি। জানতে চাইলে তিনি বলেন, ‘কুমিল্লার অনেক গাড়ি আছে। এখন যেটা ছাড়বে উঠে যাবো। যেমন ভিড় হবে ভেবেছিলাম তেমন ভিড় হয়নি। কিন্তু এখানে গাড়িগুলো জ্যামে পড়ে বসে আছে। তবুও এখন বাসে উঠব, দেখি কি হয়।’
ঢাকা থেকে মাইজদি রুটে চলা গণপরিবহনের সুপারভাভাইজার মো. আনোয়ার বলেন, ‘যাত্রী খুব একটা বেশি নেই। গতকালও মোটামুটি যাত্রী ছিল। আজকে যাত্রী নেই বললেই চলে। সারাক্ষণ ডেকেও যাত্রী পাচ্ছি না।