বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় সংসদের সামনে দলটির সংসদ সদস্যরা মানববন্ধন করবেন।
রবিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ মানববন্ধন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শনিবার (২০ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দলটি সোমবার (২২ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে সমাবেশ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে দিনব্যাপী গণঅনশন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন। ঢাকার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে ও দেশের মহানগরগুলোতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “খালেদা জিয়ার মুক্তির ও চিকিৎসার দাবি আদায় না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।” এ সময় দলীয় নেতা কর্মীদের দুহাত তুলে শপথ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, 'খালেদা জিয়াকে মুক্ত করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। দেশটাকে মুক্ত করা না পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না।'
এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে অনশনে বসেন বিএনপির নেতাকর্মীরা। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ-অনশন চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী বিএনপির নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙান।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১২ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। কিন্তু সপ্তাহ না ঘুরতেই শনিবার (১৩ নভেম্বর) তাকে আবার হাসপাতালে ভর্তি করার পর এখন সিসিইউতে রাখা হয়েছে।
সাবেক এই প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত ২৫ অক্টোবর ২৫ অক্টোবর শরীরের টিউমার ধরা পড়ায় খালেদা জিয়ার বায়োপসি করা হয়।ওইসময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন খালেদা জিয়ার বায়োপসি রিপোর্টে ক্যান্সারের কোনো আলামত পাওয়া যায়নি।